ইথিওপিয়ায় ছয় মাসের জরুরি অবস্থা


প্রকাশিত: ০৩:২৮ এএম, ১০ অক্টোবর ২০১৬

ইথিওপিয়ায় ছয় মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করছেন দেশটির প্রধানমন্ত্রী।

গত ২ অক্টোবর ইথিওপিয়াতে এক উৎসবে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারায় কমপক্ষে ৫২ জন।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার দেশের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে, তবে তাদের ভাগ্য উন্নয়নে হচ্ছে না।  

মূলত একটি উন্নয়ন প্রকল্পের জন্য সরকারের জমি অধিগ্রহণ কেন্দ্র করেই আন্দোলনের সূত্রপাত।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।