ভারতে পদদলিত হয়ে নিহত ২


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৯ অক্টোবর ২০১৬

ভারতের লখনউ প্রদেশে বহুজন সমাজবাদী পার্টির র্যালিতে পদদলিত হয়ে দুই নারী নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুই ডজন মানুষ। রোববার সকালে প্রদেশের আলমবাগে এ হতাহতের ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে সমাজবাদী পার্টির নেত্রী মায়বতীর ভাষণের সময় পদপিষ্টের ঘটনা ঘটেছে। সমাবেশে ৫ লাখেরও বেশি মানুষ জমায়েত হয়েছিলেন।

দলটির প্রতিষ্ঠাতা কানশি রাম ২০০৬ সালের ৯ অক্টোবর মারা যান। কানশির স্মরণে ওই র্যালির আয়োজন করা হয়েছিল।

রোববার সকাল ১২টার দিকে শত শত মানুষ শহরের ইকোগার্ডেনের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পদদলিত হয়ে ঘটনাস্থলে দুই নারীর প্রাণহানি ঘটে। আহতদের উদ্ধারের পর লোকবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।