পাকিস্তানি জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক ভারত


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৯ অক্টোবর ২০১৬

পাকিস্তানি জঙ্গিদের হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে ভারত। সাম্প্রতিক উত্তেজনা নিয়ে দু’দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা সত্ত্বেও দু’দেশের মধ্যে অস্থিরতা এখনো কমেনি।

গত সপ্তাহে দু’দেশের সাম্প্রতিক অস্থিরতা এবং চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন নাসির যানজুয়া এবং অজিত দোভাল। তবে ভারত সরকারের শীর্ষ স্তরের খবরে বলা হয়েছে, ভারত বিশ্বাস করে গত সপ্তাহের সার্জিকাল স্ট্রাইকের বদলা নিতে পারে পাকিস্তান। আর এ কারণেই যে কোনো সময় বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারত এক্ষেত্রে মূলত দু’টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। একটি হচ্ছে, পাকিস্তান উরির সীমানা অতিক্রমের চেষ্টা করতে পারে। অথবা তারা হামলার পরিকল্পণা হিসেবে একটি লো ফ্লাইট জোনে অবস্থান নিতে পারে।

এছাড়া ভারতের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরীফের অবসর। নভেম্বরে রাহেল শরীফের দায়িত্ব থেকে অবসর নেয়ার কথা। যদি তিনি তা না করেন এবং পাকিস্তান যদি এই সেনাপ্রধানকেই আরো সময়ের জন্য দায়িত্বে রাখে তবে বুঝে নিতে হবে যে পাকিস্তান গোপনে ভারতের বিরুদ্ধে সামরিক যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।