চে গুয়েভারার ৪৯তম মৃত্যুবার্ষিকী


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৯ অক্টোবর ২০১৬

পৃথিবীর শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতীক চে গুয়েভারার ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৭ সালের এ দিনে সাম্রাজ্যবাদী শক্তির মদদে বলিভিয়ার সামরিক জান্তা বন্দি অবস্থায় হত্যা করে তাকে।

১৯৬৭ সালে চে-কে হত্যা করা হলেও দশকের পর দশকজুড়ে তিনি হয়ে রয়েছেন তারুণ্যের প্রতীক।

পুরো নাম আর্নেস্তো চে গুয়েভারা হলেও পৃথিবীর মানুষ তাকে ভালোবেসে ডাকেন চে নামেই। তার জন্ম আর্জেন্টিনায়, ১৯২৮ সালের ১৪ জুন। পেশায় ছিলেন চিকিৎসক।

দক্ষিণ আমেরিকার মানুষের দুঃখকষ্ট উপলব্ধি করে তাদের জন্য কিছু করার পণ নিয়ে তার বিপ্লবী হয়ে ওঠার গল্প শুরু।

১৯৫৬ সালে তার সঙ্গে প্রথম পরিচয় হয় আরেক বিপ্লবী ফিদেল কাস্ত্রোর। ১৯৫৯ সালে সফল বিপ্লবের পর কিউবায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এ বিপ্লবী।

এরপর বলিভিয়া যুদ্ধে অংশ নিয়ে ধরা পড়েন শত্রুর হাতে। বন্দি অবস্থায় সামরিক জান্তা গুলি করে হত্যা করে এ বিপ্লবীকে।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।