এক বছর বন্ধ থাকবে তাজমহল


প্রকাশিত: ১০:২৭ এএম, ০৭ অক্টোবর ২০১৬

হারানো জৌলুস ফিরিয়ে আনতে এক বছর বন্ধ থাকবে। এই এক বছরের মধ্যে পর্যটকরা তাজমহলে প্রবেশ করতে বা ঘুরে দেখতে পারবেন না।

অতিরিক্ত বায়ু দূষণের ফলে শ্বেতশুভ্র রং হারাচ্ছে তাজমহল। এর পুরনো রূপ ফিরিয়ে আনতে তাই যথাযথ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

তাজমহল ১৭০০ সালের দিকে তৈরি করা হয়। এরপর এর কোনো সংস্কার করা হয়নি। এই প্রথমবার এর মূল গম্বুজে সংস্করণ কাজ শুরু হচ্ছে। নতুনভাবে মার্বেলের রং আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এর মাধ্যমে তাজমহল আবার আগের মত সৌন্দর্য্য ফিরে পাবে।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) তরফ থেকে জানানো হয়েছে, পুরো কাজ শেষ হতে অন্তত বছর খানেক সময় লাগবে। সবদিক খতিয়ে দেখেই তাজমহলের রূপ ফেরানোর জন্য কাজ শুরু করবে এএসআই-এর বিজ্ঞান শাখা।

তাজমহলের হলদেটে ভাব কাটানোর জন্য লোকসভায় অনেক দিন আগে থেকেই সরব হয়েছিল পরিবেশরক্ষা কমিটি। অবশেষে সেই কাজ শুরু হচ্ছে।

এএসআই জানিয়েছে, মাড-প্যাক তৈরির কাজ শুরু হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর এপ্রিল মাস থেকে গম্বুজে মাটির প্রলেপ লাগানোর কাজ শুরু হবে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।