আলেপ্পার ফ্রন্টলাইন পেরিয়েছে সিরীয় সেনারা
চার বছরের যুদ্ধে প্রথমবারের মতো আলেপ্পার ফ্রন্টলাইন পেরোদেত সক্ষম হয়েছে সিরীয় সেনারা। মূলত রুশ বিমান সেনাদের সহযোগিতাতেই সিরীয় সেনাদের এ অগ্রগতি।
দিন কয়েক আগেই আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের দিকে পা বাড়ায় সিরীয় সেনাবাহিনী। তার আগে সিরিয়ার বিদ্রোহীদের আলেপ্পো ছেড়ে যাওয়ার একটি সুযোগ দেয় দেশটির সেনাবাহিনী।
আর তার আগে সেখানে চালানো হয় ব্যাপক বিমান হামলা।
সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের যে প্রস্তাব দিয়েছে তাতে বলা হয়েছে, বিদ্রোহীরা যদি আলেপ্পো ছাড়তে রাজি হয় তবে তাদের নিরাপদ রাস্তা ও ত্রাণ দেওয়া হবে।
বিদ্রোহীদের দখল থেকে আলেপ্পো মুক্ত করতে বর্তমানে সিরিয়া সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে তাতে ইরান সমর্থিত বেসামরিক বাহিনী ও রুশ বিমান বাহিনীর সহায়তা রয়েছে।
এনএফ/আরআইপি