জাতিসংঘের পরবর্তী মহাসচিব পর্তুগালের গুটেরেস


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেস। জাতিসংঘ কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

বুধবার ৬৬ বছর বয়সী এই পর্তগিজকে ‌‘‘স্পষ্ট এগিয়ে’’ আছেন বলে উল্লেখ করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ভোট হওয়ার কথা রয়েছে।

গুটেরেস জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থায় ১০ বছর নেতৃত্ব দিয়েছেন। তাকেই এ পদটিতে জোরালোভাবে উপযুক্ত বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।