পুরুষকে জড়িয়ে ধরায় নাইজেরিয়ায় অভিনেত্রী নিষিদ্ধ


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৪ অক্টোবর ২০১৬

মিউজিক ভিডিওতে এক পুরুষ পপ স্টারকে জড়িয়ে ধরায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নাইজেরিয়ার তারকা অভিনয় শিল্পী রাহমা সাদাউকে।

সম্প্রতি প্রকাশিত এক মিউজিক ভিডিওতে দেশের এক পপ তারকার সঙ্গে অভিনয় করেন হাউসা চলচ্চিত্র শিল্পের তারকা রাহমা সাদাউ। ভিডিওতে তিনি এক সবজি বিক্রেতার চরিত্রে অভিনয় করেন। যাতে দেখা যায় গায়ক ক্লাসিক তার মন জয়ের চেষ্টা করছেন।

ভিডিওতে প্রথমে রাহমা সাদাউ ওই গায়ককে পাত্তা না দিলেও শেষমেশ তার ভালোবাসার কাছে হার মানেন। এরপর তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পরপরই নাইজেরিয়ার ইসলামপন্থীদের কোপানলে পড়েন রাহমা সাদাউ এবং হাউসা চলচ্চিত্র শিল্প।

তাদের বিরুদ্ধে ইসলামি সংস্কৃতিকে অপমান করার অভিযোগ ওঠে। ফলে চাপের মুখে হাউসা চলচ্চিত্র শিল্প সমিতি (মোপ্পান) মিস সাদাউকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে।

সমিতির সভাপতি মুহাম্মাদু মাইকাবা জানান, ‘এর আগেও আমরা মিস সাদাউকে কয়েকবার সাবধান করেছি.. তিনি আমাদের ভাবমর্যাদার পরোয়া করেন না।’

মিস সাদাউ এখন ভারতে ছুটি কাটাচ্ছেন। তাই এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র : বিবিসি

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।