হাঙ্গেরিতে গণভোটের রায় কার্যকর হওয়া নিয়ে সংশয়


প্রকাশিত: ০৪:২৭ এএম, ০৪ অক্টোবর ২০১৬

ইইউয়ের শরণার্থী কোটা প্রশ্নে হাঙ্গেরিতে যে গণভোট হয়েছে তাতে জয়ের দাবি করছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তবে এই ভোটে ভোট প্রদানের হার ছিল খুবই কম। আর সেকারণে এখন সংশয় দেখা দিয়েছে যে, এই ভোটের ফল কার্যকর হবে কি না তা নিয়ে।

ঘোষিত কোটা অনুযায়ী হাঙ্গেরির ১ হাজার ২৯৪ শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা। ইইউ বাধ্যতামূলভাবে এ কোটা নির্ধারণ করলেও হাঙ্গেরি এ শরণার্থীদের নেবে কি নেবে না সে প্রশ্নেই গণভোট অনুষ্ঠিত হয়।

হাঙ্গেরির ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান শরণার্থী পুনর্বাসন পরিকল্পনার বিরোধী।

গণভোটের ফল বলছে, ৯৮ ভাগ ভোটারই ইইউর পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।