বিদ্রোহীদের আলেপ্পো ছাড়ার সুযোগ


প্রকাশিত: ০৪:১০ এএম, ০৪ অক্টোবর ২০১৬

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহীদের আলেপ্পো ছেড়ে যাওয়ার একটি সুযোগ দিতে চায় দেশটির সেনাবাহিনী। এরআগে সেখানে চালানো হয়েছে ব্যাপক বিমান হামলা।

সিরীয় সেনাবাহিনী এখন পা বাড়িয়েছে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের দিকে। তবে তার আগে তারা বিদ্রোহীদের আলেপ্পো ছেড়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।

সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের যে প্রস্তাব দিয়েছে তাতে বলা হয়েছে, বিদ্রোহীরা যদি আলেপ্পো ছাড়তে রাজি হয় তবে তাদের নিরাপদ রাস্তা ও ত্রাণ দেওয়া হবে।

বিদ্রোহীদের দখল থেকে আলেপ্পো মুক্ত করতে বর্তমানে সিরিয়া সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে তাতে ইরান সমর্থিত বেসামরিক বাহিনী ও রুশ বিমান বাহিনীর সহায়তা রয়েছে।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।