যৌথভাবে সবচেয়ে প্রশংসিত বিল গেটস-জোলি


প্রকাশিত: ০২:১০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বে সবচেয়ে প্রশংসিত ২০ ব্যক্তির তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন যৌথভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও হলিউড তারকা অ্যাঞ্জোলিনা জোলি। সবচেয়ে প্রশংসিত বিল গেটস-জোলি।

ইন্টারনেটভিত্তিক পণ্য গবেষণা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান `ইউগভ` জরিপ চালিয়ে তালিকাটি তৈরি করেছে। ইউগভ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের ২৩টি দেশের ২৫ হাজার অনলাইন দর্শকের ভোটে এ তালিকা চূড়ান্ত করা হয়। গত সোমবার ইউগভ এর ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।

পুরুষদের তালিকায় বিল গেটসের পর রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর রয়েছেন যথাক্রমে-চীনের প্রেসিডেন্ট জি জিনপিং, হলিউডের বিখ্যাত অভিনেতা মার্শাল আর্টিস্ট জ্যাকি চান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, তিব্বতী নেতা দালাই লামা।

এরপর রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান `আলিবাবা`র প্রতিষ্ঠাতা জ্যাক মা, পর্দাথবিজ্ঞানী স্টিফেন হকিং ও বিশ্বের অন্যতম বিত্তবান ক্রীড়াবিদ ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম।এ তালিকায় ১১তম হয়েছেন ভ্লাদিমির পুতিন। ২০তম স্থান দখল করেছেন জর্জ ডব্লিউ বুশ।

নারীদের ক্ষেত্রে হলিউড তারকা জোলির পর শীর্ষ দ্বিতীয় অবস্থানে রয়েছেন ২০১৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। প্রশংসা পাওয়ার তালিকায় এরপর রয়েছেন যথাক্রমে- মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন, কুইন এলিজাবেথ (২),  মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী ফাস্ট লেডি মিশেল ওবামা, কানাডিয়ান সঙ্গীতশিল্পী সিলিন ডিওন।

তালিকায় যথাক্রমে রয়েছেন- মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, মার্কিন অভিনেত্রী জুলিয়া রবার্ট, মিয়ানমারের বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এ তালিকায় ২০তম স্থান দখল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলেমা রৌসেফ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।