১৮ বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন ট্রাম্প


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০২ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৯৯৫ সালে আয়কর বিবরণীতে তার ব্যবসায় ৯১৬ মিলিয়ন ডলার ক্ষতি দেখিয়েছিলেন। ওই ক্ষতিকে পুঁজি করে তিনি প্রায় ১৮ বছর ধরে যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারকে কোনো আয়কর দেননি। খবর ওয়াশিংটন পোস্টের।

সম্প্রতি ট্রাম্পের ওই ট্যাক্স রিটার্ন বা আয়কর বিবরণী প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস পত্রিকা। ট্রাম্পের ওই আয়কর বিবরণী এর আগে প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে হিলারি তার ট্যাক্স রিটার্ন প্রকাশ করলেও এ বিষয়ে ট্রাম্পকে বেশ উদাসীন থাকতে দেখা গেছে।

১৯৯০ সালের শুরুতে আটলান্টিক সিটির তিনটি ক্যাসিনো, এয়ারলাইন্স এবং নিউইয়র্কের ম্যানহাটনে অসময়ে কেনা প্লাজা হোটেল ব্যবসায় ধসে নামে। অব্যবস্থাপনার ফলে এসব ক্ষতি থেকে লাভবান হলেও ৯১৬ মিলিয়ন ডলার ক্ষতি দেখিয়ে ১৮ বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন ট্রাম্প।

ট্রাম্পের আয়কন বিবরণী সম্পর্কে হিলারি বলেন, ‘তিনি প্রায় দুই যুগ ধরে কর ফাঁকি দিচ্ছেন। আগেই ধারণা করেছিলাম যে, তিনি কিছু লুকোতে চাইছেন।’

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।