নিউইয়র্কে গৃহহীন মানুষের সংখ্যা ৬০ হাজার


প্রকাশিত: ০৮:১৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

নিউইয়র্ক চাকচিক্য, গ্লামার ও পার্ক অ্যাভিন্যু ধনকুবেরদের জন্য বিদেশীদের কাছে স্বপ্নপুরী হতে পারে, তবে আমেরিকার বৃহত্তম এই নগরীতে গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে ৬০ হাজারে দাঁড়িয়েছ।

দাতব্য সংস্থা কোয়ালিশন ফর দ্য হোমলেস জানায়, নভেম্বর মাসে নিউইয়র্কে ২৫ হাজার শিশুসহ ৬০ হাজার ৩৫২ জন গৃহহীন ছিল। এটা ২০১৪ সালের জানুয়ারি মাসের চেয়ে ১০ শতাংশেরও বেশি। ওই মাসে এই নগরীতে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ৫৩ হাজার ৬১৫ জন।

কোয়ালিশন ফর দ্য হোমলেস-এর উপ-নির্বাহী পরিচালক প্যাট্রিক মার্কি বলেন, ‘মেয়র বিল ডি ব্লাসিও ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে নিউইয়র্কে গৃহহীন সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।’

তিনি উদ্ভুত পরিস্থিতির জন্য নগরীর তীব্র গৃহায়ণ স্বক্ষমতা সংকটের পাশাপাশি আগের মেয়র মিখায়েল ব্লুম্বার্গের নীতি এবং গৃহহীন পরিবার ও শিশুদের স্থায়ী আবাসনের লক্ষ্যে পুনরায় সহায়তা প্রদানের ব্যর্থতাকে দায়ী করেন। সূত্র : বাসস

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।