প্রথমবার হজ-ওমরাহ পালনকারীদের জন্য ফিমুক্ত ভিসা


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০১ অক্টোবর ২০১৬

নতুন ফিমুক্ত ভিসা চালু করেছে সৌদি আরব। প্রথমবারের মত হজ বা ওমরাহ পালনকারীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। এর আগে গত আগস্টে সৌদি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই বিলটি পাস হয়। রোববার থেকেই এ নতুন আইন কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

কর্তৃপক্ষ বলছে, প্রথমবারের মত হজ বা ওমরাহ করতে সৌদি যেতে কোনো ফি দিতে হবে না। এর আগে প্রথমবারের মত হজ বা ওমরাহ করতে সৌদিতে যেতে ভিসা ফি লাগতো ২ হাজার সৌদি রিয়েল। কিন্তু এখন থেকে আর সেটা লাগবে না।

নতুন ফিমুক্ত ভিসা অনুযায়ী, কোনো বিদেশি নাগরিকের ওয়ান টাইম এন্ট্রি ভিসার জন্য খরচ হবে ২ হাজার রিয়াল। তবে সেক্ষেত্রে সৌদি ওই ব্যক্তিকে ভ্রমণকারী হিসেবে গণ্য করবে। এছাড়া মাল্টিপল এক্সিট/রি-এন্ট্রি ভিসা ফির ক্ষেত্রে প্রথম ছয় মাসের জন্য তিন হাজার রিয়াল, এক বছরের জন্য পাঁচ হাজার রিয়াল এবং দুই বছরের জন্য আট হাজার রিয়াল খরচ করতে হবে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।