ভারত-পাকিস্তান দোস্তি বাস সার্ভিস বন্ধ


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০১ অক্টোবর ২০১৬

কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে আরো এক ধাপ দেখিয়ে দিলো ভারত। এবার দু’দেশের মধ্যে চলাচলকারী দোস্তি বাস সেবা বন্ধ ঘোষণা করেছে ভারত। শুক্রবার পাকিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি উল্লেখ করে লাহোর এবং অমৃতসর শহরে চলাচলকারী ওই বাস সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর ডনের।

ওই দুই শহরে সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার দোস্তি বাস চলাচল করতো। ডনের খবরে জানানো হয়েছে, শুক্রবার সকালে দোস্তি বাস নিয়ম মেনে লাহোর ছেড়ে গেলেও অমৃতসর থেকে আর কোনো বাস আসেনি।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ভারত। এদিকে, পাকিস্তান বলছে, এক টেলিফোন বার্তায় ভারত থেকে জানানো হয়েছে, পাকিস্তানের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাস সার্ভিস চালু রাখা তাদের কাছে উপযুক্ত মনে হচ্ছে না। তাই অমৃতসর থেকে দোস্তি বাস সার্ভিসের বাস ছেড়ে আসার অনুমতি দেয়নি ভারত।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।