বঙ্গোপসাগরে ভারতীয় ৪০ ট্রলার নিখোঁজ


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৪ আগস্ট ২০১৪

বঙ্গোপসাগরে ভারতীয় ৪০টি মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়েছে। এসব ট্রলারে প্রায় ৬০০ জন জেলে ছিল। রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে।


ভারতের সুন্দরবন উনয়ন্নমন্ত্রী মন্টুরাম পাখিরা জানিয়েছেন, প্রচন্ড ঝড়ের কবলে এসব ট্রলার নিখোঁজ হয়েছে। এসব ট্রলারে প্রায় ৬০০ জন জেলে ছিল। বর্তমানে সুন্দরবনে কোস্টগার্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আর নিখোঁজ জেলে ও ট্রলারগুলো খুঁজতে চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড।

এদিকে কলকাতার নিকটবর্তী বঙ্গোপসাগরে আরও দুটি ট্রলার ডুবি হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের জেলে কল্যাণ এসোসিয়েশনের প্রধান বিজন মাইতি।

বিজন মাইতি জানিয়েছেন, ডুবে যাওয়া দুটি ট্রলারে ৩২ জন জেলে ছিলেন। যাদের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।