‘পাকিস্তানে বন্দি সেনার জন্য সব কিছু করবে ভারত’


প্রকাশিত: ০৮:৩১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

‘পাকিস্তানে বন্দি ভারতীয় সেনা সদস্যের মুক্তির জন্য সব ধরনের পদক্ষেপ নেবে ভারত। বৃহস্পতিবার অসাবধানতাবশত ওই সেনা পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েছে। পাকিস্তানে বন্দি ২২ বছর বয়সী সেনা চান্দু বাবুলাল চৌহানকে ফেরাতে সব ধরনের প্রচেষ্টা নেয়া হচ্ছে’।

শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মিরের ৭টি সন্ত্রাসী আস্তানায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের নাগরিক ও সেনাসদস্য চান্দু চৌহানকে আটকের দাবি করে পাকিস্তান।

প্রতিবেশি এ দুই দেশের মাঝে চরম উত্তেজনা চলছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে ৮ ভারতীয় সেনা নিহত ও এক সেনাকে আটকের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভারতীয় সেনা হত্যার দাবি নাকচ করে দিয়ে বলছে, সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা পাকিস্তানে অভিযান চালিয়ে নিরাপদে দেশে ফিরে এসেছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিশেষ বাহিনী রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য চৌহান সার্জিক্যাল স্ট্রাইক অভিযানে অংশ নেয়নি। তবে দায়িত্ব পালনের সময় ভুলবশত পাক সীমান্তের ভেতরে ঢুকে পড়েছিল।

গত রাতে ভারতের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং গত রাতে পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে সেনাসদস্যের মুক্তির বিষয়ে কথা বলেছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।