চীনে ভূমিধসে নিখোঁজ ৩২


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

চীনে টাইফুন মেগির আঘাতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩২ জন নিখোঁজ হয়েছেন। টাইফুনের আঘাতে ঝিজিয়াং প্রদেশে ভারী বৃষ্টিপাতসহ দুটি ভূমিধসের ঘটনা ঘটেছে।

landslides

এদিকে, সুইছাং কাউন্টির সুসুন গ্রামে অনেক বাড়ি-ঘর পানিতে ভেসে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কমপক্ষে ২৬ জন নিখোঁজ রয়েছে।

শিনহুয়া নিউজ এজেন্সির এক ভিডিওতে, প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতে ভূমিধসে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যেতে দেখা গেছে। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

landslides

শিনহুয়া আরো জানিয়েছে, ওয়েনছেং কাউন্টিতে ছয়জন নিখোঁজ হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড়ের আঘাতে চীনে একজন এবং তাইওয়ানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

landslides

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।