হাজারের বেশি পর্যটক সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়া


প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ার মাউন্ট বারুজারিতে অগ্ন্যুৎপাতের পর সেখান থেকে এক হাজারের বেশি পর্যটককে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এখনো যারা ওই এলাকার আশপাশে অবস্থান করছেন তাদের সরিয়ে নিতেও অভিযান চলছে।

গেল মঙ্গলবার বিকেলেরি দিকে বারুজারির আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।

অগ্ন্যুৎপাতের পর সেখান থেকে নির্গত ধোঁয়া ৬ হাজার ফুট উপরেও উঠে যায়। ফলে পাশের বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।