কিউবায় রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৫:০০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্র গতবছর হাভানায় দূতাবাস চালু করলেও সেখানে এতদিন কোনো রাষ্ট্রদূত ছিল না। তবে অবশেষে ওই দূতাবাসে জেফরি ডিলরেন্টিস নামে একজনকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রে।

এ নিয়ে অর্ধশতাব্দীরও বেশি সময় পর কিউবার রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বিষয়টিকে দু’দেশের সম্পর্ক স্বাভাবিকের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার কূটনৈতিক সম্পর্ক ভাঙে ১৯৬১ সালে। তবে গেল বছর বারাক ওবামা ও কিউবা প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পদক্ষেপ নেন।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।