রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনে বিমান বিধ্বস্ত


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

ইউক্রেনের পূর্বাঞ্চলে ২০১৪ সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ১৭ রুশ ভূখণ্ড থেকে ছোড়া বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছিল বলে দাবি করেছেন নেদারল্যান্ডের তদন্তকারীরা। রুশ বিদ্রোহীরা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওই বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে তদন্তকারীদের প্রতিবেদনে উঠে এসেছে।
 
তদন্ত কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে পূর্ব ইউক্রেনে আনা হয়েছিল। বিমান বিধ্বস্তের পর ক্ষেপণাস্ত্রগুলো পুনরায় রাশিয়ার কাছে ফেরত দেয়া হয়।

২০১৪ সালে আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই বিমানে ২৯৮ আরোহী ছিলেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাঝ আকাশে বিমানটি ভেঙে যাওয়ায় সব আরোহীর প্রাণহানি ঘটে।

আইনজীবীরা বলছেন, তারা রাশিয়ার বিরুদ্ধে এ বিষয়ে কোনো অভিযোগ আনেননি। তারা বলছেন, যৌথ তদন্ত দলের কাছে প্রমাণসহ অন্যান্য উপাত্ত রয়েছে। বাক মিসাইল দিয়েই এমএইচ১৭ ফ্লাইটটিকে ভূপাতিত করেছিল রুশ সমর্থিত বিদ্রোহীরা। এতে অন্তত শতাধিক বিদ্রোহী জড়িত; তবে তাদের শনাক্ত করতে পারেনি তদন্ত দল।

সূত্র : বিবিসি।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।