ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শিমন পেরেস মৃত্যুবরণ করেছেন। বুধবার তেল আবিবের একটি হাসপাতালে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অসামান্য ব্যক্তিত্ব। খবর নিউইয়র্ক টাইমসের।  

জেরুজালেম পোস্টের এক খবরে শিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তার পরিবার থেকে এখনো কোনো ঘোষণা দেয়া হয়নি।

ইসরায়েল প্রতিষ্ঠার পর পুরোনো প্রজন্মের কয়েকজন রাজনীতিকের একজন ছিলেন শিমন পেরেস। তিনি ইসরায়েলে দুবার প্রধানমন্ত্রী এবং একবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হন পেরেস। পরে অবশ্য তার স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু মঙ্গলবার থেকে আবার তার শারিরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

১৯৯৩ সালে ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে মধ্যস্থতার জন্য ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান শিমন পেরেস। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছিলেন ইসরায়েলের আরেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন এবং ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।