এবার করাচির আকাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

পাক-ভারত উত্তেজনার জেরে এবার করাচির আকাশে কম উচ্চতার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। ভারতের গুজরাট ও রাজস্থান সীমান্ত সংলগ্ন করাচির আকাশে বিমান চলাচলের ওপর জারি করা এ নিষেধাজ্ঞা আগামী সোমবার পর্যন্ত বহাল থাকবে।

সোমবার রাতে পাক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রক্রিয়াগত কারণে করাচির আকাশে ভূপৃষ্ঠ থেকে ৩৩ হাজার ফুট উচ্চতার ফ্লাইট লেভেলে চলাচলকারী সব বিমান বন্ধ রাখা হচ্ছে।

পাক প্রশাসনের এই নির্দেশের আঁওতায় উপসাগরীয় অঞ্চলের দেশ থেকে মধ্য ও উত্তরপূর্ব ভারতের একাধিক রুটে চলাচলকারী বিমান করাচির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভূপৃষ্ঠ থেকে অন্তত ৩৩ হাজার ফুট উচ্চতা বজায় রাখতে হবে। এই পথের বেশ কয়েকটি বিমান ভারতে প্রবেশ করার আগে করাচি ও আহমেদাবাদ আকাশসীমা অতিক্রম করে।

এর আগে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরে এই নিয়ে তৃতীয় বারের মতো বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। বুধবার গিলগিট-ব্যালুচিস্তান অঞ্চলের গিলগিট ও শার্দুলে বিমান চলাচল বন্ধের নির্দেশ দেয় পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্স (পিআইএ)।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।