যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ ইসরায়েল গুরুত্বপূর্ণ


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান একই এবং গণতন্ত্র, সমতাসহ নানা দিক থেকে এই দুই দেশ একই মতাদর্শের। কাজেই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ ইসরায়েল গুরুত্বপূর্ণ।

স্থানীয় সময় রোববার রাতে ইউনিয়ন স্কয়ারের ডব্লিউ হোটেলে নেতানিয়াহু হিলারির সঙ্গে দেখা করলে তাকে এ কথা বলেন হিলারি।

নেতানিয়াহু হিলারির সঙ্গে দেখা করার আগে ওইদিন আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করেন।

ট্রাম্প তাকে বলেন, পৃথককরণ বেষ্টনী নির্মাকরে ইসরায়েল তার সীমান্ত আরও সুরক্ষিত করতে পেরেছে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।