কলম্বিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত


প্রকাশিত: ০৫:১১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

কলম্বিয়ায় দীর্ঘ ৫২ বছরের গৃহযুদ্ধের অবসান করে অবশেষে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো। কলম্বিয়া সরকার এবং বিদ্রোহী ফার্ক গোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।  

তিমোচেনকো নামে পরিচিত ফার্ক সংগঠনের নেতা তিমোলিওন জিমেনেজ দীর্ঘ দিনের সংঘাতে হতাহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

তিনি বলেন, যুদ্ধের সময় যারা হতাহত হয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাই।

দেশটিতে দীর্ঘ সময়ের গৃহযুদ্ধে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে আরো ৬০ লাখ মানুষ।

এই শান্তি চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত ফার্ক বিদ্রোহীরা দেশটির কংগ্রেসে ১০টি সংরক্ষিত আসন পাবেন।

এর আগে চুক্তিটির নানা দিক নিয়ে আলোচনার জন্য ফার্কের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় ইয়ারি প্লেইনসে শুক্রবার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে ফার্কের সারা দেশের শাখাগুলোর প্রায় ২শ প্রতিনিধি অংশ নেন।

নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি দীর্ঘ পাঁচ দশকের সশস্ত্র লড়াই অবসানের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।