অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসলে দায়ী থাকবে সরকার : বি চৌধুরী


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

চলমান পরিস্থিতিতে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসলে বর্তমান সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদোজা চৌধুরী।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ প্রত্যাহার এবং সরকারকে অবিলম্বে সংলাপে বসার দাবিতে রাজধানীর মতিঝিলে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচীতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় অবস্থান কর্মসূচীর সঙ্গে একাত্ততাও প্রকাশ করে এই সঙ্কট উত্তোরণে দ্রুত দুই নেত্রীকে সংলাপে বসার জন্য আহ্বান জানান তিনি।

কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচীতে পুলিশি বাধার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি অগণতান্ত্রিক আচরণ। গণতান্ত্রিক দেশে সব দলেরই অন্দোলন করার অধিকার আছে।

দুই দলের মধ্যে সংলাপের জন্য আগামী সোমবার (১০ জানুয়ারি) পর্যন্ত আল্টিমেটাম দিয়ে কাদের সিদ্দিকী বলেন, এই সময়ের মধ্যে রাজনৈতিক সৃষ্ট পরিস্থিতি উত্তোরণে দুই দলের মধ্যে সংলাপ না হয় তাহলে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে (গণভবন) অবস্থান নেবো।

একই সঙ্গে আগামী সোমবার পর্যন্ত অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বঙ্গবীর। এছাড়া এ সময়ে মধ্যে যদি পুলিশ বাধা দেয় তাহলেও প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে অবস্থান নেবে বলে জানান তিনি।

কাদের সিদ্দিকী বীরউত্তম আরো বলেন, দেশের বর্তমান সঙ্কটময় অবস্থা থেকে মুক্তির জন্য একজন যোদ্ধা হিসেবে এটি আমার একক কর্মসূচী। আর আমার দল কৃষক শ্রমিক জনতা লীগ কর্মসূচী পালনে সহযোগিতা করছে।

উল্লেখ্য, দেশের বর্তমান সঙ্কটময় অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে গত ২৮ জানুয়ারি বুধবার থেকে লাগাতার এ অবস্থান কর্মসূচি পালন করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম। মতিঝিলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে `খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করুন ও মানুষ বাঁচান`, `প্রধানমন্ত্রী আলোচনায় বসুন ও দেশ বাঁচান` এ দুই শ্লোগান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।