বিএসইসি ও ডিএসই বৈঠক বুধবার
চলমান রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানের বিনিয়োগ সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংকের চাপসহ বিভিন্ন কারণে বেশ কিছু দিন পুঁজিবাজারের অব্যাহত দর পতর হচ্ছে।
পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আগামী বুধবার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৈঠকে বসবে। বিএসইসি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে ডিএসই পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংশ্লিষ্টতার হিসাব করার পদ্ধতি পরিবর্তনের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানের বিনিয়োগ সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংকের চাপসহ বেশ কিছু কারণে পুঁজিবাজারের লেনদেন ও মূল্যসূচক দুটোই কমছে। গত নভেম্বর মাসেও ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ৫শ কোটি টাকার বেশি। এখন লেনদেন নেমে এসেছে ২শ কোটি টাকায়। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৩শ পয়েন্ট।
বাজার বিশ্লেষকরা মতে, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় নয় বলেই বাজারের অবস্থা এতটা নাজুক। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতির কারণে ব্যাংকগুলো নতুন বিনিয়োগে তেমন সাহস পাচ্ছে না। এসব কারণে বাজার একেবারেই প্রাণহীন হয়ে পড়েছে।
এসআই/এআরএস/পিআর