শীতের পোশাকের যত্ন


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

শীতের বিদায়ঘণ্টা বেজে গেছে। বছরখানেকের জন্য শীতের পোশাকও তাই চলে যাবে আলমারি বা ওয়ারড্রোবের অভ্যান্তরে। কিন্তু তুলে রাখার আগে ঠিকঠাকভাবে পরিষ্কার করে তবেই তুলে রাখতে হবে। শীতের কাপড় পরিষ্কারের জন্য একটু যত্নবান হওয়া প্রয়োজন। চলুন জেনে নিই শীতের কাপড়ের যত্নআত্তি-

সোয়েটার
১. উলেন সোয়েটারের ববলিন থেকে অনেকের অ্যালার্জি হয়। তাই ব্যবহারের আগে রেজর বা ব্লেড দিয়ে সতর্কভাবে চেঁছে সোয়েটার থেকে ববলিন দূর করে নিন। নরম ব্রাশ ব্যবহার করতে পারেন।

২. উলেন শীতের কাপড় ড্রাই ওয়াশ করাই ভালো। কারণ পানিতে ধোয়ার ফলে বেশির ভাগ উলের কাপড়ের আকার নষ্ট হয়ে যায়। কিন্তু কাপড়টি যদি হ্যান্ডওয়াশ করতে হয়, তাহলে তার জন্য আপনাকে মৃদু এবং কম ক্ষারের ডিটারজেন্ট ব্যবহার করুন।

৩. ধোয়ার সময় ডিটারজেন্ট যেন পানিতে পুরোপুরি মিশে যায়। ধোয়ার সময় কাপড়টি উল্টিয়ে নিন। কাপড় জোরে কচলাবেন না। শুকানোর জন্য ওয়াশিং মেশিনের ড্রায়ার ব্যবহার না করে এর পরিবর্তে তোয়ালে কাপড়ের ওপর পাঁচ মিনিট চেপে ধরে পানি বের করে ফেলুন। কাপড় কখনো নিংড়াবেন না। ছায়ায় শুকাতে দিন, কারণ সরাসরি সূর্যের আলোতে কাপড়ের রং বিবর্ণ হয়।

৪. ধোয়ার পর কাপড় যদি কুঁচকে যায়, তাহলে আয়রন করে নিতে পারেন। কাশ্মীরি সোয়েটার আয়রনের সময় কাপড় ও আয়রনের মধ্যে পরিষ্কার তোয়ালে রেখে নিন। এতে কাপড়ের ফেব্রিক ভালো থাকবে।

৫. সোয়েটার পরে হেয়ার স্প্রে বা পারফিউম ব্যবহার করবেন না। দাগ হতে পারে।

কোট-জ্যাকেট
১. কোট বা জ্যাকেট জাতীয় শীতের পোশাক ঠিক রাখতে ঘন ঘন ধোয়া উচিত নয়। হঅনেক দিন ব্যবহার না করার ফলে জ্যাকেটের জিপার জ্যাম হতে পারে। জিপারের চেইনে সাবান বা মোম ঘষে নিলেই জিপার ক্লিয়ার হবে।

২. বাইরে থেকে ফিরে নরম ব্রাশ দিয়ে কোট-জ্যাকেটটি পরিষ্কার করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। প্রয়োজনে পোশাকে সুতি কাপড়ের কাভারও ব্যবহার করতে পারেন।

শাল-মাফলার-স্কার্ফ
১. শালের আকৃতি ঠিক রাখতে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।

২. শাল-মাফলার-স্কার্ফ আয়রন করার সময় উল্টে নিন ।

টুপি-মোজা
১. টুপি পনেরো দিন পর পর ধুয়ে নিন। হাত-পায়ের মোজা এক দিন পর পর ধুতে হবে। ধোয়ার সময় ঠাণ্ডা পানিতে কম ক্ষারের ডিটারজেন্ট ব্যবহার করুন।

২. আকৃতি ঠিক রাখাতে ধোয়ার সময় বেশি রগড়ানো উচিত নয়। আলতো করে কাচুন।

৩. শীতে অনেকেই হাত ও পায়ে মোজা ব্যবহার করেন। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে এগুলোতে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই পানিতে সামান্য সাদা ভিনেগার মিশিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিন। সেই গরম মিশ্রণে মোজা ভিজিয়ে রাখুন। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।