ভারতে বৃষ্টিপাতে ১৩ জনের মৃত্যু


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় এ পর্যন্ত  ১৩ জনের মৃত্যু হয়েছে। হায়দরাবাদে গত তিনদিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

অন্ধ্র প্রদেশে নতুন করে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় জনে। বৃষ্টিপাতে তেলেঙ্গানার গুন্তার জেলায় ছয়জন এবং বিশাখাপট্টম জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।

তেলেঙ্গানার মেদাক জেলায় বৃষ্টিপাতের কারণে বেশ কিছু দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দুর্ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে।

ভারি বৃষ্টিপাতে বেশ কিছু নদীর পানি বেড়ে গেছে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

হায়দরাবাদে বৃষ্টিপাতের কারণে শুক্র ও শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।