পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৩


প্রকাশিত: ০২:৫৮ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস উল্টে খাদে পড়ে যায়। বাস দুর্ঘটনার খবর এবং হতাহতের তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা।

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ থেকে ৪৫ কিলোমিটার উত্তরের নওসেহরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এর ২৩ যাত্রী প্রাণ হারায়।

স্থানীয় সরকারি কর্মকর্তা আশফাক গিলানি এএফপিকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন, বাস দুর্ঘটনায় ২৩ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

তিনি আরো জানান, তারা তিনটি মৃতদেহ এবং আহত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে আরো ২০ যাত্রী সহকারে বাসটি নদীর পানিতে ভেসে গেছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।  

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।