ব্যাপক সমালোচনার পর স্কুলে মায়েদের ড্রেসকোড নিষিদ্ধ


প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

শ্রীলঙ্কার কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের মায়েরা কি ধরনের পোশাক পরে স্কুলে আসতে পারবেন তার জন্যে সেসব স্কুল কর্তৃপক্ষ একটি ড্রেস-কোড বেঁধে দিয়েছিলো। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর সরকার তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সরকার বলছে, কোন স্কুলই অভিভাবকদের জন্যে এ ধরনের নির্দেশনা জারি করতে পারবে না। প্রথমে একটি নামকরা স্কুলে এই ড্রেস-কোড চালু করা হয়। স্কুলের সামনে একটি পোস্টার ঝুলিয়ে দেওয়া হয় যেখানে ছবিসহ বুঝিয়ে দেওয়া হয়ে ছাত্রছাত্রীদের মায়েরা কি ধরনের পোশাক পরে স্কুলে আসতে পারবেন।

এই স্কুলে মূলত উচ্চবিত্তের সন্তানরাই লেখাপড়া করে। ওই নোটিসে দেখা যায় মায়েরা শাড়ি কিংবা ঢিলেঢালা পোশাক পরে স্কুলে আসতে পারবেন। কিন্তু স্কার্ট বা হাতা-কাটা জামা পরে স্কুলে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

খোলামেলা পোশাক পরে এলে স্কুলের ছেলেদের অনুভূতিতে পরিবর্তন আসতে পারে এই আশঙ্কায় স্কুলের তরফে এই ড্রেস-কোড নির্ধারণ করে দেওয়া হয়।

এই নিয়ম চালু করার পর অভিভাবকদের পক্ষ থেকে প্রচুর অভিযোগ আসে ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শ্রীলঙ্কার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুলে এ ধরনের ড্রেস-কোড চালু করা হয়েছিলো। সে অনুযায়ী পোশাক না পরে আসার কারণে অনেক মাকেই স্কুলে ঢুকতে দেওয়া হয়নি।

দেশটির শিক্ষামন্ত্রী আকিলা কারিয়াওয়াসাম বিবিসিকে বলেছেন, এরপর বহু অভিভাবক বিশেষ করে মায়েরা এই বিধিনিষেধের ব্যাপারে তার কাছে অভিযোগ করেছেন। সরকার সমস্যা অনুধাবন করে তার ড্রেসকোডের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সূত্র : বিবিসি।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।