মস্কোতে অগ্নিকাণ্ডে ৮ দমকলকর্মী নিহত


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গুদামে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল দমকলকর্মীরা। সেসময় গুদামঘরের ছাদধসে আট দমকলকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে দমকলকর্মীদের মৃতদেহ উদ্ধার করেছেন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছিলেন। এর আগে উদ্ধারকর্মীরা ওই গুদামটি থেকে কমপক্ষে ১শ শ্রমিককে উদ্ধার করেন।

ওই গুদামে প্লাস্টিক এবং গ্যাস মজুদের জন্য এক ধরনের টিন মজুদ করে রাখা হতো। প্রাথমিকভাবে গুদামে আগুন লাগার কারণ জানা যায়নি।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।