ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনছে ভারত
ফ্রান্সের কাছ থেকে ৩৬টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। শুক্রবার ভোরে নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এবং সফররত ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ লে দ্রিয়াঁ যুদ্ধবিমান ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই প্রায় ৫৯ হাজার কোটি রুপিতে রাফাল বিমান কেনার চুক্তি করল ভারত। তবে ফ্রান্সের কাছ থেকে ভারতে প্রথম যুদ্ধবিমানটি পৌঁছাতে সময় লাগবে কমপক্ষে তিন বছর পর।
প্রতিবেশী চীন ও পাকিস্তানের সঙ্গে বিরোধের জের ধরে ক্রমাগত নিজেদের সামরিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি বিশ্বের শীর্ষ অস্ত্র ক্রেতা দেশে পরিণত হয়েছে।
টিটিএন/আরআইপি