পাকিস্তানের উত্তরাঞ্চলে বিমানের ফ্লাইট বাতিল


প্রকাশিত: ০১:১১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার দেখা যাওয়ায় বিমান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদের জাতীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপের কারণে উত্তর পাকিস্তানের বিভিন্ন শহরগামী ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। পাক-অধিকৃত কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের গিলগিট ও স্কার্দুগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে, খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের চিত্রালের বিমানও বাতিল করেছে কর্তৃপক্ষ।

পিআইএ’র এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানান, বেসামরিক বিমান পরিবহন সংস্থার নির্দেশিকা অনুযায়ী উত্তরের আকাশসীমা বুধবার বন্ধ রাখা হয়েছে। এ জন্য ক্ষমাপ্রার্থনাও করেছে সংস্থাটি। তবে এর কোনো কারণ জানাননি তিনি।

এর আগে, রোববার কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় চার সন্ত্রাসী। সন্ত্রাসীদের ছোড়া গুলি ও গ্রেনেডে অন্তত ১৮ ভারতীয় সেনার প্রাণহানি ঘটে। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই মোহাম্মদের সদস্যরা কাশ্মিরের ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

কাশ্মিরের সেনাঘাঁটিতে হামলার ঘটনায় দুই দেশের মাঝে চরম বাকযুদ্ধ শুরু হয়েছে। ভারতের সেনাপ্রধান পাকিস্তানের ভেতরে যথাসময়ে সঠিক স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন।

ভারতীয় সেনাপ্রধানের এ ইঙ্গিতের পর পাক সেনাপ্রধানও পাল্টা হুমকি দিয়ে বলেছেন, যে কোনো ধরনের হামলা মোকাবেলায় পাক সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে এ ঘটনার জেরে এ অঞ্চলের ওপর দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।

এদিকে, উত্তপ্ত কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারত-পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা তৈরি হওয়ায় পাক সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার রাতে সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফের সঙ্গে কথা বলেন তিনি।  

পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং জেনারেল রাহেল শরীফ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

নওয়াজ শরিফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনা ঘাঁটিতে রোববার সন্ত্রাসী হামলায় ১৮ জনের প্রাণহানির পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মাঝে এই প্রথম টেলিফোনে সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন পাক প্রধানমন্ত্রী।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন, এবিপি আনন্দ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।