সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বললেন পাক প্রধানমন্ত্রী
উত্তপ্ত কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারত-পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা তৈরি হওয়ায় পাক সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার রাতে সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফের সঙ্গে কথা বলেন তিনি।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং জেনারেল রাহেল শরীফ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।
নওয়াজ শরিফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনা ঘাঁটিতে রোববার সন্ত্রাসী হামলায় ১৮ জনের প্রাণহানির পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মাঝে এই প্রথম টেলিফোনে সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন পাক প্রধানমন্ত্রী।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার আগে সেনাপ্রধানের সঙ্গে কাশ্মির ইস্যুতে কথা বলেছেন নওয়াজ শরিফ।
সূত্র : ডন।
এসআইএস/এবিএস