ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৯ জনের মৃত্যু


প্রকাশিত: ০৯:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। বন্যার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন নয় জন। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
 
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় জাভা দ্বীপ। বন্যায় কয়েক হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বন্যায় আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরো চার শিশু বন্যায় প্রাণ হারিয়েছে এদের বয়স দশের নিচে।  

বন্যায় গারুট জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে পাশ্ববর্তী দুটি নদী প্লাবিত হওয়ায় ১৬ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র এই এক জেলাতেই। সেখানে নিখোঁজ রয়েছেন আট জন। বন্যার কারণে এক হাজার মানুষকে সেনাবাহিনীর ব্যারাক ও আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।