কেরি-নওয়াজের বৈঠকে কাশ্মির ইস্যু


প্রকাশিত: ০৩:২৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করেছেন। সেসময় নওয়াজ কাশ্মির ইস্যু নিয়ে কেরির সঙ্গে কথা বলেছেন। কাশ্মির ইস্যু নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে বিবাদের নিষ্পত্তি করতে ওয়াশিংটনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নওয়াজ। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।

জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোদি এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুটি খুব গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। একটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এবং অপরটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে।

তিনি আরো বলেন, কাশ্মির ইস্যুতে শান্তিপূর্ণভাবে বিবাদের নিষ্পতি করতে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কেরির সঙ্গে সাক্ষাতে তিনি কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছেন।

নওয়াজ এবং কেরির সাক্ষাতে দু`দেশের মধ্যকার আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সরতাজ আজিজ, পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরি, মালিহা লোদি এবং যুক্তরাষ্ট্রে আফগানিস্তান-পাকিস্তানের বিশেষ প্রতিনিধি রিচার্ড ওলসোনও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।