নিউ ইয়র্কের সন্দেহভাজন বোমা হামলাকারী আটক


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

নিউ ইয়র্কের সন্দেহভাজন বোমা হামলাকারীকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লিনডেনে আটক করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। আহমাদ খান রাহমানি নামের ওই সন্দেহভাজন হামলাকারী লিনডেনে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার পর তাকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আটকের একটি ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন ওই হামলাকারী স্ট্রেচারে শুয়ে আছেন। লিনডেন থেকে এলিজাবেথের দূরত্ব খুব বেশি নয়, রোববারও এলিজাবেথে পাঁচটি ডিভাইস নিস্ক্রিয় করা হয়েছে।

শনিবারের নিউ ইয়র্কের চেলসিতে প্রেসার কুকার বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছে। এর আগে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে জড়িত যুবকের নাম আহমদ খান রহমানি (২৮); আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক তিনি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) ওই যুবকের ছবি প্রকাশ করে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।