নেকড়ে বাঘের মতো লোমশ শিশুর জন্ম মহারাষ্ট্রে!


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বিরল চর্মরোগ ‘ওয়্যারউল্ফ’-এ আক্রান্ত এক শিশুর জন্ম হয়েছে ভারতের মহারাষ্ট্র প্রদেশে। শিশুটির শরীরে অতিরিক্ত লোম থাকায় তাকে নেকড়ে বাঘের মতো দেখায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মূলত এই রোগটি জিনবাহী। এর মূল সমস্যা দেহে মাত্রাতিরিক্ত লোম থাকা। এ  লোমের ফলেই রোগটির নাম ‘ওয়্যারউল্ফ’। অর্থাৎ রোগীর শরীরে লোম থাকার কারণে তাকে নেকড়ের মতো দেখায়।

মা-বাবার থেকেই শিশুদের শরীরে এ রোগের সঞ্চার ঘটে। সম্প্রতি মহারাষ্ট্রের পুণের পাঁচ মাস বয়সী এক শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। তার মা মনীষা রাউত জানান, ছোটবেলায় তিনি এবং তার বোনও একই সমস্যায় আক্রান্ত ছিলেন।

মনীষা দেবী বলেন, ছোটবেলায় তাকে এ সমস্যার জন্য অনেক কটূক্তি শুনতে হয়েছে। অনেকেই তাদের অপমান করেছেন। স্কুল-কলেজেও হয়রানির শিকার হয়েছেন। বিরল এ রোগের কোনো চিকিৎসা নেই। ফলে আজীবন এ রোগ বহন করতে হবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।