সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল শুরু
চলমান অবরোধের মধ্যেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল রোববার সকাল থেকে শুরু হয়েছে। চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত।
শুক্রবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় উড়িয়ে দেয়া ও তাকে গ্রেফতারে আওয়ামী লীগ নেতাদের হুমকি, আন্দোলন দমনে পুলিশি পদক্ষেপের দায় নিয়ে প্রধানমন্ত্রীর আতঙ্ক সৃষ্টি করা, নেতাকর্মীদের বাড়ি-গাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, অবরোধ চলাকালে প্রায় ২১ নেতাকর্মীকে হত্যা, ১৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার, সরকারি এজেন্ট দিয়ে পেট্রলবোমা মেরে তার দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর প্রতিবাদে এবং গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এই হরতালের আহবান করা হয়।
হরতালে নাশকতা মোকাবিলায় রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোতায়েন রয়েছে পুলিশ। এ ছাড়াও রয়েছে বিজিবি সদস্যরা।
এ দিকে সোমবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে হরতাল আহবান করায় দুশ্চিন্তায় রয়েছে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
তবে হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করেছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বিএ/এমএস