নিউইয়র্কে বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত


প্রকাশিত: ০২:৩৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (দমকল বাহিনী) পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের কারো প্রাণহানির আশঙ্কা নেই।

স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে ম্যানহাটনের চেলসিতে বিকট শব্দে বিস্ফোরণের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের কারণ জানার চেষ্টা চালানো হচ্ছে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটিরি কর্মকর্তারাও ঘটনাস্থলে অবস্থান করছেন।

নিউ জার্সিতে একটি পাইপ বোমা বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা পরই এ বিস্ফোরণের খবর পাওয়া গেল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, একটি ডাস্টবিনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে পাশের ভবনের জানালা ভেঙে যায়।

বেশ কয়েকটি ব্লক ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

নিউইয়র্ক পুলিশ কাউন্টার টেরোরিজম ব্যুরো নিশ্চিত করেছে তারা ঘটনার তদন্ত করছে। টুইটারে একটি ছবিও শেয়ার করেছে তারা যেখানে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি ডাস্টবিন দেখা যাচ্ছে।

এ বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে নিউ জার্সির সিসাইড পার্কে একটি পাইপ বোমার বিস্ফোরণ হয়। হাজারো মানুষের সেখানে একটি চ্যারিটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ওই বিস্ফোরণে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।