শিরোপার লড়াইয়ে রুশ-মার্কিন যুদ্ধ
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে টেনিস বিশ্বের সেরা দুই তারকা সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। রাঙ্কিং ও টুর্নামেন্টের শীর্ষে রয়েছেন এই দুই তারকা।
কাঙ্ক্ষিত রুশ-মার্কিন বারুদে লড়াই উপভোগ করতে মেলবোর্ন পার্কে আজ নজর থাকবে বিশ্বের কোটি দর্শকের। গত এক দশকে সেরেনার সামনে একেবারে মলিন রাশিয়ান সুন্দরী শারপোভা। এ পর্যন্ত তারা মুখোমুখি হয়েছেন মোট ১৮ বার। এরমধ্যে ১৬ বারই জিতেছেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি সেরেনা। ২০০৪ সালে প্রথম তিন লড়াইয়ে দুই জয় ছিল শারাপোভার। তবে এরপর এখন পর্যন্ত সেরেনাকে হারাতে পারেননি ৫ গ্র্যান্ড স্লামজয়ী রাশিয়ান সুন্দরী। গত ১০ বছরের ১৫ ম্যাচই জিতেছেন ১৮ গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা।
অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে তারা দু’বার মুখোমুখি হয়েছেন। ২০০৫ এর সেমিফাইনাল ও ২০০৭ এর ফাইনাল- দুই লড়াইয়েই জেতেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা সর্বশেষ নিজের চতুর্থ শিরোপা জেতেন ২০১০ সালে। আর শারাপোভা একমাত্র শিরোপা জেতেন ২০০৮ সালে।
এমআর/আরআইপি