ছিনতাইয়ের অভিযোগে এসআই-কনস্টেবলসহ আটক ৪


প্রকাশিত: ০৫:০২ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে পল্লবী থানার এসআই আনন্দ, দুই কনস্টেবল ও পুলিশের গাড়ি চালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শাহবাগ মোড়ে তারা পথচারীর টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পল্লবী থানার এসআই আনন্দের নেতৃত্বে একটি সিভিল টিম টহলে বের হয়।

টহলের এক পর্যায়ে রাত দেড়টার দিকে মিরপুরের কল্যাণপুর থেকে সোনামিয়া নামে এক ব্যক্তিকে আটক করেন তারা। এ সময় সোনা মিয়াকে মারধর করে তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেন এসআই আনন্দ ও দুই কনস্টেবল। পরে সোনা মিয়াকে গাড়িতে করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। একপর্যায়ে শাহবাগ মোড়ে তাকে নামিয়ে দিলে তিনি চিৎকার শুরু করেন।

এতে পথচারীরা এগিয়ে এসে এসআই আনন্দ, দুই কনস্টেবল ও গাড়িচালককে আটকে রেখে শাহবাগ থানায় খবর দেন। পরে শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি থানায় আসবো দুপুরে। থানায় গিয়ে বিষয়টি শুনার পর বিস্তারিত জানাতে পারব।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।