হিলারিকে ২ কোটি ডলার অনুদান দেবেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা


প্রকাশিত: ০৪:১১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মসকোভিৎজ। একই সঙ্গে তিনি হিলারিকে জেতাতে দুই কোটি ডলার অনুদানেরও ঘোষণা দিয়েছেন। খবর এএফপির।

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে এ ঘোষণা দেন ডাস্টিন। স্ত্রী কারি টুনাও এ বিষয়ে তার সঙ্গে আছেন।

ডাস্টিন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে গেলে দেশ পিছিয়ে পড়বে। আমেরিকা বিশ্ব সম্প্রদায় থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে, হিলারি ক্লিনটন জিতলে আমেরিকা বিশ্বে আরো অগ্রসর হবে। একারণে হিলারিরই জয়ী হওয়া উচিত।

এই প্রথম ফেসবুক কোনো প্রার্থীকে সমর্থন জানাচ্ছে। এখন দেখার অপেক্ষা আসন্ন নভেম্বরের নির্বাচনে কে জয়ী হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।