পরিবর্তন হয়েছে সাংসদদের গাড়ির স্টিকার


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫

জাতীয় সংসদের গাড়ির স্টিকার পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার সংসদে সংসদ সদস্যদের গাড়ির স্টিকার বিষয়ে বিএনএফ’র এস এম আবুল কালাম আজাদের পয়েন্ট অব অর্ডারে দেয়া বক্তব্যে জবাবে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, ইদানীং লক্ষ্য যাচ্ছে যে, জাতীয় সংসদের গাড়ির স্টিকার যথেচ্ছ ব্যবহার হচ্ছে। অনেক ক্ষেত্রে মূল স্টিকার নকল করে বিভিন্ন গাড়িতে ব্যবহার হচ্ছে। তাই জাতীয় সংসদ সদস্য, তাদের পরিবারের সদস্য এবং সংসদের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য হলোগ্রামযুক্ত স্টিকার সরবরাহ করা হবে।

তিনি বলেন, স্টিকারে হলোগ্রামের পাশাপাশি যিনি ব্যবহার করবেন, তার গাড়ির নম্বর, সিকিউরিটি নম্বর থাকবে। এছাড়া সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য আরো একটি স্টিকার সরবরাহ করা হবে।

এ সময তিনি সংসদ সদস্যদের নতুন স্টিকার সংগ্রহ করার আহ্বান জানান।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।