১১৬ বছর ধরে শেকলে বাঁধা গাছ


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানে একটি গাছ রয়েছে ১১৬ বছর ধরে যা শেকল দিয়ে বাঁধা রয়েছে। পাকিস্তানের পেশোয়ার রয়েছে গাছটি।

কেন গাছটি শেকল দিয়ে বাঁধা রয়েছে তার একটা বর্ণনাও পাওয়া যায় গাছটির পাশেই। গাছটির পাশের একটি বোর্ডে লেখা রয়েছে, ঘটনা ১৮৯৮ সালের। এক সন্ধ্যায় পেশোয়ারের দোর্দণ্ডপ্রতাপ পুলিশকর্তা জেমস স্কিউড মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন। গাছটিকে দেখে তার মনে হয়েছিল, সেটা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মদ্যপ পুলিশ অফিসার গাছকে ভেবে বসলেন চোর। তাই তিনি হুকুম দিলেন গাছটি শেকল দিয়ে বেঁধে ফেলার। সাহেবের অগ্নিমূর্তি দেখে সেপাইরাও আর তার ভুল ভাঙানোর চেষ্টা করেননি।

পরে যখন হুঁশ ফেরে, নিজের কাজ দেখে লজ্জিত হন জেমস। বদলি নিয়ে অন্যত্র চলে যান। গাছ পড়ে থাকে শিকলবাঁধা অবস্থাতেই।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।