ভারতে পরীক্ষা কেন্দ্রে পদদলিত হয়ে আহত অনেক


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

ভারতের মুম্বাই প্রদেশে নৌবাহিনীর চাকরির পরীক্ষা দিতে গিয়ে পদদলিত হয়ে অনেকেই আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে প্রদেশের মালাদে হাজার হাজার পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষার হলে প্রবেশের সময় এ পদদলনের ঘটনা ঘটেছে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, শুক্রবার সকালে মুম্বাইয়ের মালাদে নৌবাহিনীর ঘাঁটিতে অন্তত ৬ হাজার পরীক্ষার্থী জমায়েত হয়। পরে সবাই একসঙ্গে প্রবেশের চেষ্টা করলে অনেকেই নিচে পরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার প্রার্থীর আসনের ব্যবস্থা ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করেছে। নৌ-বাহিনী এক বিবৃতিতে বলছে, এ ঘটনায় আহত দুই পরীক্ষার্থীকে চিকিৎসা দেয়া হয়েছে। আমরা স্বেচ্ছাসেবকদের কাছে ভালো সাড়া আশা করেছিলাম। তবে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া ছিল তীব্র এবং সকালের এ ঘটনা নিয়ন্ত্রণে সামান্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। পরে স্থানীয় পুলিশ ও নৌবাহিনীর কর্মকর্তারা খুবই দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

এদিকে, মালাদি পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক মিলিন্ড খেতলের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ খুলে দেয়ার পর একসঙ্গে প্রবেশের চেষ্টা করে অন্তত ৭ হাজার পরীক্ষার্থী। এ সময় পদদলিত হয়ে চারজন আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।