সংকট প্রবৃদ্ধিতে ব্যারিকেট : গভর্নর


প্রকাশিত: ১১:০৬ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশে যে সংকট চলছে এটি অব্যাহত থাকলে অর্থনীতির রক্তক্ষরণ বাড়বে। এভাবে চলতে দেওয়া যাবে না। আমি আশা করি, দেশে শান্তি ও স্থিতি ফিরে আসবে।

বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চেইঞ্জ ম্যানেজম্যান্ট পরামর্শক আল্লাহ মালিক কাজমী, প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।

ড. আতিউর রহমান বলেন, অর্থনীতির স্বার্থে, প্রবৃদ্ধির স্বার্থে ও দারিদ্র্য বিমোচনের ধারা সুরক্ষার স্বার্থে বিরাজমান সংকট অবস্থা থেকে উত্তরণ অতীব জরুরি। এটা দীর্ঘমেয়াদি হলে রক্তক্ষরণ বাড়বে।

তিনি বলেন, অর্থনীতিতে যে গতি এসেছিলো। কিন্তু সংকট তা বেরিকেট দিয়েছে।

তিনি আরো বলেন, দূর্ভাগ্যবশত রাজনৈতিক অস্থিরতা প্রবৃদ্ধির সম্ভাবনায় অনিশ্চয়তার সাড়া ফেলেছে। চলমান রাজনৈতিক অস্থিরতাজনিত বৈরি প্রভাব আমাদের প্রথমার্ধের ঘোষণা বাস্তবায়ন করতে দেয়নি।

এসএ/​আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।