রণজিৎ-এর ‘প্রেমহীন ক্যাম্পাস’
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে রণজিৎ সরকারের প্রথম গল্পগ্রন্থ ‘প্রেমহীন ক্যাম্পাস’। বইটিতে রয়েছে প্রেম-ভালোবাসার বিভিন্ন রকমের ১৫টি ছোটগল্প। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। প্রকাশ করছে শব্দশৈলী।
বইটির ব্যাপারে লেখক রণজিৎ সরকার বলেন, বেশির ভাগ গল্প ক্যাম্পাস জীবনের নানা রকম ঘটনা থেকে নেওয়া। এই ঘটনাগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটছে। গল্পগুলো পড়লে মনে হবে এ তো নিজের ঘটনা। আশা করি যারা ক্যাম্পাস জীবনে প্রেমহীন আছেন, তাদের জীবনের সঙ্গে মিলে যাবে এই গল্পটি। আর যারা ক্যাম্পাস জীবন প্রেমময় ভাবে কাটাছেন তাদের জন্য আছে আলাদা স্বাদের কিছু গল্প। যারা ক্যাম্পাসে মাঝে মধ্যে হাতছাড়া হচ্ছেন বা হাত ছাড়া করছেন তাদের জন্য আছে ভিন্ন রকমের কিছু গল্প। সব মিলেই গল্পগুলো পড়তে পড়তে পাঠক নিজেকে খুঁজে পেতে পারেন অবচেতন মনকে।
বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত গল্পগুলোর মধ্যে থেকে এই ১৫টি গল্প বাছাই করেছি। আশা করি সব পাঠকের ভালো লাগবে।
বইমেলায় শব্দশৈলী প্রকাশনীর ৪২৬-৪২৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
এমএএস/আরআই