ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

বুধবার রাতে এক ঘোষণার মাধ্যমে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে সরিয়ে দিয়ে তার জায়গায় বসানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সুজাতার অবসরের ঠিক আট মাস আগে অপ্রত্যাশিত এ ঘোষণাটি এলো। দেশটিতে ২৮ বছর আগে এ ধরনের বরখাস্তের ঘটনা ঘটেছিল। ১৯৮৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পররাষ্ট্র সচিব এপি ভেঙ্কটশরণকে বরখাস্ত করেছিলেন।

জানা গেছে, সুজাতা ও তার কাজের ব্যাপারে নাখোশ ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে তিনি বিষয়টি প্রকাশ্যেও এনেছেন। কিন্তু দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চেয়েছিলেন সুজাতা তার অবসরের আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাক। ওবামার ভারত সফরের পর সুজাতাকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্তটি ঘোষণা করা হলো।

শেষ দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিব সুজাতার কথাবার্তাই প্রায় বন্ধ ছিল। প্রেসিডেন্ট ভবনে ওবামার সম্মানে আয়োজিত নৈশ ভোজে সুজাতাকে কোন ভূমিকাতেই রাখা হয়নি। তিনি ছিলেন নিছক দর্শক মাত্র।

অথচ বিশ্বে ভারতের উপস্থিতি ও অবস্থান মজবুত করতে পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বিশেষ নির্ভরযোগ্য কাউকে বসাতে চাইছিলেন মোদি। চীন-সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বাড়ানোর কাজে দ্রুত গতিতে করার তাগিদেই জয়শঙ্করকে এনে সেই প্রয়োজন পূরণ করলেন তিনি।

২০১৩-র সেপ্টেম্বর থেকে আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে অন্য সব বিষয়ের সঙ্গে ওবামার ভারত সফরের প্রস্তুতি-পর্ব ভালই সামলেছেন জয়শঙ্কর। এর আগে বছর চারেক চীনেও রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি। জাপান, সিঙ্গাপুর, চেক প্রজাতন্ত্র-সহ বহু দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে জয়শঙ্করকে নতুন পদে বসানো হয়েছে অবসরের ঠিক মুখে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।